নোয়াখালীতে ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত, হাসপাতালে আলাদা ওয়ার্ড

নোয়াখালীতে ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিনে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজন ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য একটি ওয়ার্ড ও মেডিকেল টিম এবং ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ারুল সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। তিনি বলেন, ডেঙ্গুর জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে, আলাদা কর্নার করা হয়েছে। আমাদের হাসপাতালের বয়োজ্যেষ্ঠ অধ্যাপকরা দেখছেন।
এদিকে হাসপাতালে আক্রান্তদের মশারি টানিয়ে চিকিৎসা নিতে দেখা যায়। এদের মধ্যে সবাই পুরুষ হলেও প্রত্যেকেই বয়োবৃদ্ধ। এদের সবাইকে এরই মধ্যে রক্ত পরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক তন্ময় দাস বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। কারণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি।