মাছচোর সন্দেহে ঘেরেই যুবককে পিটিয়ে হত্যা!

খুলনার রূপসা উপজেলায় মাছচোর সন্দেহে আজগার আলী নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা। আজ রোববার ভোররাতে উপজেলার আহমেদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে গতকাল শনিবার বিকেলে খুলনা জেলা পুলিশ সুপারের ‘আইন নিজের হাতে তুলে নেবেন না, গুজব প্রতিরোধে সচেতনতা সপ্তাহ’ শুরু হয়েছে। এর মধ্যেই এই গণপিটুনির ঘটনা ঘটল।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা দাবি করেন, রোববার ভোররাতে আজগার আলী (৩৫) বিষ দিয়ে ঘেরের মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ঘেরের লোকজন আজগার আলীকে গণপিটুনি দেয়।
‘আহত অবস্থায় আজগার আলীকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান,’ যোগ করেন ওসি।
এদিকে ঘের মালিকপক্ষ দাবি করেছে, তিনজন চোর এসেছিল, তাদের দুজন পালিয়ে গেছে এবং একজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।
নিহত আজগার আলীর বাড়ি পার্শ্ববর্তী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়।
এদিকে শনিবার বিকেলে খুলনা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ‘আইন নিজের হাতে তুলে নেবেন না, গুজব প্রতিরোধ সপ্তাহ’ শীর্ষক মতবিনিময় সভা করেন। পুলিশ সুপার জেলার সর্বস্তরের জনগণের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।
এ ব্যাপারে আজ রোববার সকাল ১০টায় পুলিশ সুপার এস এম শফিউল্লাহর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি গণপিটুনিতে নিহতের কথা জানেন না বলে জানান। তবে তিনি বলেন, ‘ঘটনা হয়ে থাকলে অবশ্যই মামলা হবে এবং আসামিদের গ্রেপ্তার করা হবে। আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।’