রাজশাহীতে জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে রাজশাহী মহানগরীর বিনোদপুরের কুখণ্ডী এলাকা থেকে মতিহার থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন হরিয়ান ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম, কুখণ্ডী ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক, দলের কর্মী ইউনুস আলী ও আবদুল মতিন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম এ বছরের ১৯ জানুয়ারি মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানোসহ নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলার আসামি। অন্যদের বিরুদ্ধেও মামলা রয়েছে।