সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ডাঙ্গারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো গ্রামের আলমগীরের ছেলে কাইয়ুম ইসলাম (৫) ও মানিক হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৬)।
গ্রামবাসী ও নিহত শিশুদের পারিবারিক সূত্র জানায়, দুপুরে শিশু দুটি বাড়ির পাশে ডোবার ধারে খেলা করছিল। সবার অগোচরে তারা ডোবার পানিতে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।
পরে বিকেল ৩টার দিকে শিশু দুটির লাশ ডোবার পানিতে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, তিনি বিষয়টি শুনেছেন।