রাজশাহীতে জামায়াতের চার নেতা-কর্মী জেলহাজতে

রাজশাহীতে সোমবার রাতে আটক জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীকে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে বিনোদপুরের কুখণ্ডী থেকে তাঁদের আটক করে নগরীর মতিহার থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম, কুখণ্ডী ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দলের কর্মী ইউনুস আলী ও আবদুল মতিন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, নগরীতে ঘটানো বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে জামায়াতের চার নেতা-কর্মীকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মতিহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান জানান, আটক চারজনের মধ্যে নজরুল ইসলাম এ বছরের ১৯ জানুয়ারি মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানোসহ নাশকতা ও সহিংসতার ঘটনায় করা তিনটি মামলার আসামি। তাঁকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের অন্যান্য নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।