নেত্রকোনায় পূজারিদের আর্থিক সহায়তা প্রদান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/04/photo-1446580725.jpg)
নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় পূজারিদের মধ্যে অর্থ বিতরণ করেন। ছবি : এনটিভি
বাংলাদেশ হিন্দুকল্যাণ ট্রাস্ট বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ট্রাস্টি শ্রী সুভাষ চন্দ্র সাহার উদ্যোগে নেত্রকোনায় মন্দিরে পূজারিদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
নেত্রকোনা পৌরসভা কার্যালয়ে মঙ্গলবার দুপুরে পৌর মেয়র প্রশান্ত কুমার রায় পূজারিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। জেলা শহরের ৭০টি মন্দিরের পূজারিদের এক হাজার টাকা করে বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য, অধ্যাপক সুব্রত সাহারায় প্রমুখ।