জামালপুরে মাদকসহ চারজন আটক

জামালপুরে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তারের পর আজ শনিবার সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ছবি : এনটিভি
জামালপুরে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এ সময় চারজনকে আটক করা হয়।
জামালপুর ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শুভ্র সাহা জানান, আজ শনিবার ভোরে মাদারগঞ্জ উপজেলার নার্স কোয়ার্টারের একটি বাসা থেকে ৭০ বোতল ফেনসিডিল, নয় বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় সিরাপ ও দুই বোতল ভারতীয় মদসহ আবদুস সাত্তার লিটু নামে একজনকে আটক করা হয়।
এ ছাড়া মেলান্দহ উপজেলার ভাবকী ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১৫টি ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজাসহ মিনহাজ উদ্দিন, সামিদুল ইসলাম ও রফিকুল ইসলাম নামে তিনজনকে ডিবি পুলিশ আটক করে বলে জানান শুভ্র সাহা।
শুভ্র সাহা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।