পিকআপভ্যান খাদে, আহত ৪ পুলিশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/04/photo-1446609916.jpg)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় টহল পিকআপভ্যান খাদে পড়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চারজন হলেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল, কনস্টেবল আরিফুল, মিঠুন ও শহীদুল। চারজনকেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, মাদকবাহী গাড়িকে ধাওয়া করতে গিয়ে পিকআপভ্যানটি খাদে পড়ে যায়। তবে স্থানীয়দের ভাষ্য, মাদক বহনকারী গাড়ি থেকে গুলি করার পর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি দুর্ঘটনার শিকার হয়।
জানতে চাইলে সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বলেন, রাতে মহাসড়কের ঘাটুরা এলাকায় দায়িত্ব পালনের সময় একটি মাদকবাহী গাড়িকে পুলিশ ধাওয়া করতে যায়। ওই সময় পুলিশের গাড়িটি খাদে পড়ে যায়।
এএসপি আরো জানান, এ ঘটনায় মাদক ব্যবসায়ী সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।