নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত রেলকর্মীর মৃত্যু

গতকাল শুক্রবার রাতে নোয়াখালীর প্রাইম হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান কুমিল্লা রেলওয়ের কর্মচারী মোশাররফ হোসেন রাজু। ছবি : এনটিভি
নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন রাজু নামে এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী প্রাইম হাসপাতালে ভর্তি হলে রাতেই মারা যান তিনি।
নিহত মোশাররফ হোসেন রাজু সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি কুমিল্লা রেলওয়েতে চাকরি করতেন।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, চাকরির সুবাদে কুমিল্লায় থাকাকালীন গত কয়েকদিন থেকেই জ্বরে ভুগছিলেন রাজু। এরপর অসুস্থ অবস্থায় নোয়াখালীতে নিজ বাড়িতে চলে আসেন তিনি। পরে অবস্থার অবনতি হলে রাজুকে দ্রুত নোয়াখালী প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।
এদিকে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি হিসাবে ৫০ জনেরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।