খুলনায় মাছের ঘের থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলায় মাছের ঘের থেকে সগির উদ্দিন হাওলাদার (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ঘোনামাদার ডাঙ্গার বিলের একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সগির উদ্দিন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।
সগিরের আত্মীয় শামীম জানান, ডুমুরিয়ার ঘোনামাদার ডাঙ্গায় প্রায় আট বছর ধরে জমি ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন সগির। তিনি ওই এলাকাতেই থাকতেন।
তবে কী কারণে এবং কারা সগিরকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ বা তাঁর স্বজনরা কিছু জানাতে পারেনি।
ডুমুরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, সকালে উপজেলার আড়ংঘাটার ঘোনামাদার ডাঙ্গার বিলের একটি ঘেরে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।