চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন (৫২)। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম কবির জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এরপর তাঁকে সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মারা যান।