রাজশাহীতে বিএনপির ৭ নেতা-কর্মী কারাগারে

নাশকতার মামলায় রাজশাহীর নওহাটা পৌরসভার সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনসহ বিএনপির সাত নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক আলতাফ হোসেন তা নাকচ করে দিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজশাহী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট আবদুস সালাম জানান, চলতি বছরের ১৫ জানুয়ারি শাহ মখদুম বিমানবন্দরের গেটের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে একটি মিনি ট্রাকে আগুন দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় ওই দিনই নগরীর শাহ মখদুম থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
এ মামলায় গ্রেপ্তার এড়াতে নওহাটা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেন, বিএনপি নেতা আবু সুফিয়ান, আবদুল হামিদসহ সাত নেতা-কর্মী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আজ দুপুরে তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে সাত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।