পৌর নির্বাচনে ব্যয়সীমা এক লাখ টাকা

পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে ৪০০ ভোটারের সমর্থন লাগবে। একইভাবে কাউন্সিলর পদে দাঁড়াতে সমর্থন লাগবে ৫০ জন ভোটারের। অন্যদিকে নির্বাচনে প্রতি পৌরসভার জন্য এক লাখ টাকা করে ব্যয় করতে পারবে রাজনৈতিক দলগুলো।
পৌরসভা নির্বাচন বিধিমালায় এ ধরনের সংশোধনী আনছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, ‘সাবেক মেয়র বা কাউন্সিলরদের জন্য খসড়ায় উল্লেখিত বিধি প্রযোজ্য হবে না।’
প্রথমবারের মতো স্থানীয় সরকারের পৌরসভা ভোট হতে যাচ্ছে দলভিত্তিতে। এক্ষেত্রে সংশোধিত অধ্যাদেশের আলোকে দলীয় প্রার্থী মনোনয়ন, দলীয় ব্যয়, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নসহ বেশ কিছু বিষয়ে সংশোধনী এনেছে কমিশন।
খসড়ায় দলীয় নির্বাচনী ব্যয় সীমাবদ্ধ করা হয়েছে। খসড়ায় বলা হয়, নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীদের জন্য (মেয়র ও কাউন্সিলর) এক লাখ টাকার বেশি ব্যয় করতে পারবে না। রাজনৈতিক দল বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ৩২৪টি পৌরসভা আছে।