যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষার্থী বহিষ্কার

যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিক হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ওই ছাত্রের নাম পাপ্পু কুমার মন্ডল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের (অনুষদ) আওতাধীন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের (বিভাগ) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আতিয়ার রহমান তাঁর ইমেইল বার্তায় জানান, আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সিন্ডিকেটের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে এ জরুরি সভা হয়।
শিক্ষার্থী পাপ্পু কুমার মণ্ডল গত ৩ জুলাই বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ ওঠে। এ অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে যৌন নিপীড়ন প্রতিরোধ সংক্রান্ত অভিযোগ কমিটিকে দায়িত্ব দেয়। তদন্ত শেষে কমিটি গত ৪ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সিন্ডিকেটের জরুরি সভায় প্রতিবেদনটি পেশ করা হলে কমিটির সুপারিশ পর্যালোচনার পর পাপ্পু কুমার মণ্ডলের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাপ্পু এক ছাত্রীকে মেলা দেখানের নাম করে ক্যাম্পাসে এনে ঘুমের বড়ি মিশিয়ে শরবত খাওয়ান। পরে মেয়েটি যৌন হয়রানির শিকার হয়।