মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেন্টু বেপারী ওরফে পিচ্চি সেন্টু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার কাঠাদিয়া ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেন্টুর বাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামে। তিনি প্রয়াত জয়নাল বেপারীর ছেলে।
urgentPhoto
পুলিশের দাবি, সেন্টুর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, কনস্টেবল মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন। তাঁদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি চায়নিজ কুড়াল, দুটি রামদা উদ্ধার করা হয় বলেও দাবি পুলিশের।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, রাতে পিচ্চি সেন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র উদ্ধারের জন্য কাঠাদিয়া এলাকায় নিয়ে যাওয়া হয় তাঁকে। ওই সময় সেখানে ওত পেতে থাকা তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশের সঙ্গে প্রায় ২০ মিনিট গোলাগুলি চলে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পিচ্চি সেন্টু গুলিবিদ্ধ হয়ে রাস্তার পাশে ক্ষেতে পড়ে থাকেন। পরে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ময়নাতদন্তের জন্য সেন্টুর লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।