পরিবার পরিকল্পনা নিয়ে নেত্রকোনায় অ্যাডভোকেসি সভা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/05/photo-1446703019.jpg)
প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ও অপরিকল্পিত গর্ভধারণ রোধ করার বিষয়ে জানাতে নেত্রকোনায় আজ অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ও অপরিকল্পিত গর্ভধারণ রোধ করার বিষয়ে জানাতে নেত্রকোনায় অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এসব কর্মসূচি নেওয়া হয়।
সভায় পরিবার পরিকল্পনা নেত্রকোনার উপপরিচালক গোলাম মোহাম্মদ আযম সভাপতিত্ব করেন। এতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ড. আবদুর রহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান প্রামাণিক, মা ও শিশু কল্যাণকেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাইয়ূম আনোয়ার, ডা. গোলাম ফারুক, উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল খালেক, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ।