দগ্ধ আরো দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও যাত্রামোড়া এলাকায় পেট্রলবোমায় দগ্ধ মো. শাকিল আহমেদ (১৮) ও কবির হোসেন (৩৮) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার দিকে পেট্রলবোমায় দগ্ধ হন মো. শাকিল। ওই দিন রাতে রূপগঞ্জে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা আশিয়ান সিটির বাসে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসটির কন্ডাকটর শাকিল আহমেদ ও হেলপার ইয়াসিন ঘুমাচ্ছিলেন।
মোজাম্মেল হক আরো বলেন, বোমায় দগ্ধ ওই দুজনকে ২৬ ফেব্রুয়ারি ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। এরই মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত পৌনে ৪টার দিকে শাকিলের মৃত্যু হয়। তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।
তারাবো-যাত্রামোড়া এলাকায় একটি পিকআপ ভ্যানে পেট্রলবোমা ছোড়ার ঘটনায় আহত কবির চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় মারা যান। তাঁকে কাল রাত ১০টা ৫০ মিনিটে বার্ন ইউনিটে আনা হয়েছিল। তাঁর বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার কালুরগাঁও এলাকায়।
এ ঘটনায় আহত বাকি পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।