খুলনায় ঈদের দিন ডেঙ্গু রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন।
গতকাল সোমবার দুপুরে তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেলেন।
রাসেল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে। তিনি ঢাকায় কাজ করতেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতিম দেবনাথ আজ মঙ্গলবার সকালে বলেন, রাসেল ঢাকার রমনা পার্কে ক্লিনার হিসেবে কাজ করতেন। ডেঙ্গু জ্বর নিয়ে সম্প্রতি তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন।
‘এরপর সেখান থেকে গত ১১ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আসেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান,’ যোগ করেন চিকিৎসক।
এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।