দুই মহিষের লড়াই ঠেকাতে গিয়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মহিষের শিঙের গুঁতোয় সহিদুল ইসলাম (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুড়ালগাছি গ্রামের রায়সা বিল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সহিদুল ইসলাম রায়সা বিলে নিজের মহিষের গা ধুয়ে দেন। এর পর মহিষ নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মহিষের সঙ্গে তাঁর মহিষ লড়াই শুরু করে। ওই লড়াই ঠেকাতে গিয়ে নিজের মহিষের শিঙের গুঁতোয় সহিদুল মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।