ফরিদপুরে হাজার ইয়াবাসহ যুবক আটক

ফরিদপুর শহর থেকে ইয়াবাসহ মো. শহীদুল ইসলাম মানিক (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ছবি : এনটিভি
ফরিদপুরে ইয়াবাসহ মো. শহীদুল ইসলাম মানিক (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে এক হাজার ৫৬টি ইয়াবা উদ্ধার করা হয়।
শহীদুল এলাকায় কানা মানিক নামেও পরিচিত। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের পূর্ব আলীপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল মানিককে আটক করে। তিনি শহরের হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, মানিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।