১৪ বছর পর চিলমারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১৪ বছর পর অনুষ্ঠিত হলো উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আজ শনিবার চিলমারী মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল।
সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত জোট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিদেশিসহ সম্প্রতি ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন তিনি।
সম্মেলনের শুরুতে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা গ্রামে পাঁচ কিলোমিটার বিদ্যুৎ লাইন উদ্বোধন করে খালিদ মাহমুদ বলেন, ‘মাত্র তিন হাজার মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়িয়ে বর্তমান সরকার ১২ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। আগামী ২০২১ সালের মধ্যে দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে। বাকি ১০ ভাগ মানুষ, যেখানে বিদ্যুতের লাইন টানা সম্ভব নয় সেখানে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হবে।’
এ সময় বর্তমান সরকারের নেওয়া শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন আওয়ামী লীগের এই নেতা।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীরবিক্রমকে সভাপতি, আবদুল কুদ্দুস সরকারকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের চিলমারী উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া অন্যদের মধ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম সম্মেলনে বক্তব্য রাখেন।