খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি : এনটিভি
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাহিদা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
নিহত শাহিদা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে খুমেক হাসপাতালে ভর্তি হন শাহিদা। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও শাহিদা ডায়াবেটিস ও লিভারের সমস্যায় আক্রান্ত ছিলেন।
এ নিয়ে খুলনায় মোট ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলেও জানান ডা. শৈলেন্দ্রনাথ।