দুর্নীতির অভিযোগ, খুলনা বারের সভায় হট্টগোল

খুলনা আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় দুটি তলবি সভায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবারের তলবি সভায় মাইক ভাঙচুর ও হট্টগোলের ঘটনা ঘটে। ফলে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত সভা শেষ করে দেওয়া হয়।
খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু জানান, সাবেক সাধারণ সম্পাদক কে এম ইকবালের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ এনে ১১৫ জন আইনজীবী তলবি সভা আহ্বান করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় এই সভা শুরু হলে প্রথমে সাবেক সভাপতি অ্যাডভোকেট গাজী আবদুল বারী বক্তব্য দিতে শুরু করেন। তিনি সাবেক সাধারণ সম্পাদক কে এম ইকবালের দুর্নীতির প্রসঙ্গে কথা বলতে শুরু করলে কে এম ইকবাল নিজে মঞ্চে উঠে আসেন।
এ সময় ইকবালের সঙ্গে ছিলেন আওয়ামী আইনজীবী পরিষদ নেতা তারা মাহমুদসহ বেশ কয়েকজন। তাঁরা মাইক কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং হট্টগোল শুরু করেন। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হাসান রুবা দ্রুত তিন সদস্যের তদন্ত কমিটি ঘোষণা করে সভা শেষ করে দেন।
অ্যাডভোকেট মশিউর রহমান এটাও স্বীকার করেন, ১০৩ জন সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবারও অনুরূপ একটি তলবি সভা অনুষ্ঠিত হয়। সেই আবেদনে ২০১৮ অর্থবছরে তাঁর বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।
বুধবারের তলবি সভায় একইভাবে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই তিনজন হলেন প্রবীণ আইনজীবী মঞ্জুরুল আলম, কাজী বাদশা মিয়া ও আবদুল্লাহ হোসেন বাচ্চু।
এ ব্যাপারে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কে এম ইকবালের মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।
আওয়ামী আইনজীবী পরিষদ নেতা অ্যাডভোকেট তারা মাহমুদ জানান, বৃহস্পতিবার তলবি সভায় তাঁরা কোরাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী, তলবি সভায় স্বাক্ষরকারী সদস্যরা উপস্থিত ছিলেন না। তিনি বলেন, মাইক ভাঙচুর নয়, মাউথস্পিকার পড়ে গিয়ে ভেঙে গেছে। হট্টগোলের মধ্যে সভাপতি তদন্ত কমিটি ঘোষণা করে সভা শেষ করেছে বলে দাবি করেন তিনি। বর্তমান সাধারণ সম্পাদকও গত বছর লাখ লাখ টাকার অনিয়ম করেছেন বলে দাবি করেন তারা মাহমুদ।
এদিকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান নান্নু বলেন, কে এম ইকবালের বিরুদ্ধে বিদ্যুৎ ও স্যানিটারি সরঞ্জাম কেনা, লিফট না কিনে বিল জমা দেওয়া, বাজেটবহির্ভূত অতিরিক্ত ব্যয় মিলে প্রায় ৫০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।