ফুলবাড়ী পৌর মেয়রসহ ১৯ জনের জামিন

দিনাজপুরে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান এশিয়া এনার্জির দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মুর্তুজা সরকার মানিকসহ ১৯ ব্যক্তি।
ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যালয় ভাঙচুরের ঘটনায় গত বছর ৮ ডিসেম্বর মেয়র মানিকসহ তেলগ্যাস-খনিজ-সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ১০ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
আজ রোববার মেয়র মানিকসহ ১৯ জন দিনাজপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে নিজ নিজ আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৃষ্ণ কমল সরকার মোট ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে ১৯ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী দেবল কুমার সরকারসহ ১০-১২ জন আইনজীবী।
মেয়র মানিকসহ আসামিদের প্রত্যেকেই এশিয়া এনার্জির উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
২০১৪ সালের ২৬ নভেম্বর এশিয়া এনার্জির প্রধান গেরি এন লাই ফুলবাড়ীতে এসে বৈঠক করার সময় উম্মুক্ত পদ্ধতিতে খনি বাস্তবায়নের বিরুদ্ধে আন্দোলনকারীরা এশিয়া এনার্জির ফুলবাড়ী কার্যালয় ঘেরাও করে। এ সময় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।
ওই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান ২০১৪ সালের ৮ ডিসেম্বর ওই মামলা দায়ের করেন। মামলাটি ফুলবাড়ী থানা পুলিশ তদন্ত করে এজাহারভুক্ত ১০ জনসহ আরো নয়জনকে আসামি করে গত ৩১ অক্টোবর ১৯ জনকে আসামি করে একটি অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্র দাখিলের এক সপ্তাহের ব্যবধানে আজ রোববার পৌর মেয়রসহ আন্দোলকারী নেতারা জামিন লাভ করেন।
পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক বলেন, ‘ফুলবাড়ীবাসী তাঁদের বাড়ীঘর ভিটেমাটি রক্ষার জন্য আন্দোলন করছে, এই আন্দোলন ফুলবাড়ীবাসীর বাপ-দাদার ঐতিহ্যকে রক্ষার আন্দোলন, কয়েকজন নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না।’ তিনি আরো বলেন, ‘বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলনকারী নেতাদের নামে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ এই মিথ্যা মামলা দেওয়ার জবাব জনগণই দিবে বলে তিনি জানান।