নীলফামারীতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বিল থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা বানিয়াপাড়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মণীষা ওই গ্রামের কানুরাম রায়ের মেয়ে ও শ্যামলী একই গ্রামের ভবনাথ রায়ের মেয়ে। তারা দুজনই বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় মণীষা (৯) ও শ্যামলী (১১) গ্রামের অন্য সঙ্গীদের নিয়ে পাশের বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে তারা বিলের মাঝামাঝি গেলে দুজনই হঠাৎ পানিতে ডুবে যায়। অন্য সঙ্গীদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।