ফাঁকা মাঠে রক্তাক্ত দুই দেহ, একজন নিহত অপরজন অজ্ঞান

আজ সোমবার খুলনার খানজাহান আলী থানার বাইপাস সড়কের চিংড়িখালী এলাকায় সন্ত্রাসীর কোপে নিহত একজন ও আহত এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
খুলনা মহানগরীর খানজাহান আলী এলাকার বাইপাস সড়কের চিংড়িখালী এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ ও আরেকজনকে অজ্ঞান উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, দুজনকে দা দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, চিংড়িখালী এলাকার ফাঁকা জায়গায় দুজন রক্তাক্ত ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ এবং অপর একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত ব্যক্তির জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি। তবে স্থানীয়দের কেউ তাঁদের শনাক্ত করতে পারেননি। নিহত এবং আহতের বয়স ৩০ থেকে ৩২ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছে।