সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার আসামি নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করেছে, নিহত ব্যক্তি ২০টি মাদকের মামলার আসামি।
গতকাল রোববার গভীর রাতে গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাবের পক্ষ থেকে খুদে বার্তায় জানানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম ফজর আলী। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালের পাড়ের বাসিন্দা ছিলেন।
র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাদক বেচাকেনার তথ্য পেয়ে তাদের আস্তানায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মাদক কারবারিরা। র্যাবও পাল্টা গুলি চালায়।
গোলাগুলির একপর্যায়ে ফজর আলী নিহত হন। পালিয়ে যায় অন্যান্য মাদক ব্যবসায়ী। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানায় র্যাব।