লালবাজারে ১৫০ কেজি ওজনের বাগাইড় মাছ!

সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য উঠেছে প্রায় ১৫০ কেজি ওজনের একটি বিশালাকার বাগাইড় মাছ।
সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে বুধবার ধরা পড়ে মাছটি। পরে মাছটি বাজারে নিয়ে আসেন বিক্রেতা মখলিছ মিয়া।
ব্যবসায়ী মখলিছ মিয়া জানান, ‘মাছটি বাজারে আনার পর থেকে এটি দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। এ ছাড়া ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য নগরীতে মাইকিংও করা হয়।’ তিনি আরো জানান, আনুমানিক প্রায় চার মণ ওজনের এ মাছটির মূল্য ধরা হয়েছে সাড়ে চার লাখ টাকা। মাছটি কেটে কেজি হিসেবেই বিক্রি করা হয়। এজন্য মাছ কেজিপ্রতি সাড়ে তিন হাজার এবং লেজ ও মাথার অংশের কেজিপ্রতি আড়াই হাজার টাকা দর নির্ধারণ করে বিক্রি করা হয়।
উল্লেখ্য, কয়েক মাস আগেও তাদের দোকানে প্রায় চার মণ ওজনের একটি বাগাইড় মাছ বিক্রি করা হয়েছে। বিয়ানীবাজার থানাধীন কুশিয়ারা নদী থেকে ধরাপড়া মাছটি প্রতি কেজি তিন হাজার টাকা করে প্রায় চার লাখ টাকা দামে মাছটি বিক্রি করা হয়েছিল।