খুলনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলায় দলের ভেতরের প্রতিপক্ষের হাতে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিপু শেখ (৫০) ওই গ্রামের সোনা উল্লাহর ছেলে।
খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রশিদ জানান, টিপু বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে কয়েকজন টিপু শেখকে ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তারা পালিয়ে যান।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেকে) নেওয়ার পথে তিনি মারা যান। গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন, গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দলের ভেতরের প্রতিপক্ষ টিপুকে কুপিয়ে হত্যা করেছে।
দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে, তারা হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।