স্বামী জেলে, খালি বাড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ!

খুলনার দাকোপ উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে (১৯) প্রতিবেশী দুই ভাই ও তাদের এক বন্ধু মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ১০টায় গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গৃহবধূর শাশুড়ি গণমাধ্যমকে বলেন, তার ছেলে একটি মামলায় বর্তমানে জেলে আছেন। গতকাল সকালে তিনি ও তাঁর স্বামী ছেলের মামলা নিয়ে কথা বলতে বাইরে গিয়েছিলেন। এ সময় অন্তঃসত্ত্বা পুত্রবধূ একাই বাড়িতে ছিলেন।
‘তখন প্রতিবেশী শরীফুল গাজী (৩০), তাঁর ভাই সাইফুল গাজী (২২) এবং তাদের এক বন্ধু আবির শিকদার গৃহবধূর ঘরে ঢুকে ধারালো দায়ের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করে। পরে গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তাঁরা পালিয়ে যায়’, যোগ করেন শাশুড়ি।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিক বলেন, এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে, এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই দায়ীদের খুঁজে বের করা হবে।