নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে সাজা

নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার দুপুরে দুই গাজা বিক্রেতা ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। নির্বাহী হাকিম ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত এ সাজা দেন।
সৈয়দপুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সৈয়দপুর উপজেলা শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার মাদকসেবী ও বিক্রেতা সাবুকে (৫৮) সৈয়দপুর নীলফামারী সড়কের খালেক পাম্প এলাকা থেকে এবং শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার জাহাঙ্গীর আলমকে (৪২) গাঁজাসহ আটক করে। এরপর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক সাবুকে এক মাসের ও জাহাঙ্গীর আলমকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডদেশ পাওয়া দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।