খুলনায় ট্রাকচাপায় ব্যাংকের কর্মকর্তা নিহত

আজ রোববার সকালে গোপালগঞ্জের নিজখামার এলাকায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা আবদুস সামাদের মরদেহ। ছবি : এনটিভি
খুলনার লবণচরা থানা এলাকায় ট্রাকের চাপায় আবদুস সামাদ নামের ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সামাদ যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি ব্র্যাক ব্যাংকের গোপালগঞ্জ শাখায় কর্মকর্তা ছিলেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রত্নেশ্বর মণ্ডল জানান, আজ সকালে মোটরসাইকেলে করে কেশবপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন আবদুস সামাদ। নিজখামার এলাকায় ডুমুরিয়াগামী বালুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন সামাদ। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান বলে জানান ওসি রত্নেশ্বর মণ্ডল।