নাশকতার মামলায় রাজশাহীতে জামায়াতের ২ নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হান্নান ও গোদাগাড়ী পৌর জামায়াতের আমির মেজবাহ উল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবদুল হান্নানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হান্নান ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, নগরীর রাজপাড়া থানাধীন মোল্লাপাড়া লিলি সিনেমা হলের সামনে ট্রাকে আগুন ও হেলপারকে পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় আবদুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কার্যালয়ে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে, আজ সকাল সোয়া ৯টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মাধবপুর মোড় থেকে গোদাগাড়ী মডেল থানার পুলিশ জামায়াত নেতা মেজবাহ উল হককে গ্রেপ্তার করে। তিনি গোদাগাড়ী পৌর জামায়াতের আমির।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, জামায়াত নেতা মেজবাহ উল হকের বিরুদ্ধে থানায় দুটি নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। মেজবাহ উল হকের বাড়ি উপজেলার সুলতানগঞ্জ এলাকায়।