খুলনায় নারীর লাশ উদ্ধার, তৃতীয় স্বামী আটক

খুলনার রূপসায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের দক্ষিণ নন্দনপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
ওই নারীর নাম লাকি খাতুন। ওই ঘটনায় লাকির স্বামী ফুল মিয়াকে আটক করেছে পুলিশ। ফুল মিয়া লাকির তৃতীয় স্বামী বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, আজ দুপুরে ঘরে খাটের ওপর লাকি বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লাকির স্বামী ফুল মিয়ার দাবি, তিনি (লাকি) আত্মহত্যা করেছেন। তবে পুলিশের দাবি, ঘটনাস্থলে আত্নহত্যার কোন আলামত পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফুল মিয়াকে আটক করেছে। ওসি জাকির হোসেন আরো জানান, লাশের ময়না তদন্তর পর মামলা দায়ের করা হবে।
এদিকে লাকি বেগমের স্বজনদের দাবি, দুপুরে কয়েকজন সন্ত্রাসী লাকি বেগমের ঘরে প্রবেশ করে এবং তার স্বর্নালংকার লুট করে হত্যা করে চলে যায়।