ঢাবি, জাবি শিক্ষার্থীসহ চারজনের কারাদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে চার পরীক্ষার্থীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে আরো পাঁচজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার পরীক্ষার দ্বিতীয় দিনে ‘ই’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়।
কারাদণ্ড পাওয়া পরীক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী জামাল আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আহমেদ, বগুড়ার খান্দার এলাকার ফজলে রাব্বী ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শরীফুল ইসলাম।
অসদুপায় অবলম্বনের অভিযোগে আটক পরীক্ষার্থীরা হলেন রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বখতিয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাব্বত হোসেন, রাজশাহী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদ আকতার সুমন এবং রাজশাহীর বাগমারার ফিরোজ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান এনটিভি অনলাইনকে জানান, ই-ইউনিটের পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার (প্রক্সি) অভিযোগে শরীফুল ইসলাম ও ফিরোজ আহমেদকে বহিষ্কার করে প্রক্টর দপ্তরে পাঠানো হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় সেখানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুকলা সরকার তাঁদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিন কারাদণ্ডাদেশ দেন।
এ ছাড়া ডি-ইউনিটের পরীক্ষা চলাকালে উত্তরপত্রের সেট কোডের ফাঁকা বৃত্ত কলমের কালি দিয়ে পূরণ না করে অভিনবভাবে কালো টিপ ব্যবহার করার অভিযোগে ফজলে রাব্বীকে বহিষ্কার করা হয়। তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই ইউনিটের পরীক্ষা চলাকালে অন্যকে সাহায্য ও পরীক্ষার হলে বিশৃঙ্খলা করার অভিযোগে জামাল আহমেদকে বহিষ্কার করা হয়। তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান আরো বলেন, ই-ইউনিটের পরীক্ষা চলাকালে নিজেদের মধ্যে দেখাদেখির অভিযোগে ফিরোজ হোসেন ও ফরহাদ হোসেনকে এবং অন্যকে সাহায্য করার অভিযোগে বখতিয়ার হোসেন, নাহিদ আকতার সুমন ও মোহাব্বত হোসেনকে বহিষ্কার করা হয়। পরে তাঁদের পুলিশে সোপর্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ই-ইউনিটের বিজোড় এবং বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জোড় নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ডি-ইউনিটের বিজোড় এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদভুক্ত নয়টি ইউনিটে চার হাজার ৭২২টি আসনের বিপরীতে এক লাখ ৬০ হাজার ৬৮২ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন করছেন। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৩৪ জন শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ১২ নভেম্বর।