নীলফামারীতে জামায়াত-শিবিরের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

নীলফামারীতে যৌথবাহিনীর অভিযানে জামায়াত-শিবিরের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা হতে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা হতে তাঁদের গ্রেপ্তার করা হয়। যৌথবাহিনীর সদস্যরা সাদা পোশাকে এ অভিযান পরিচালনা করেন।
জেলার সদর উপজেলায় ১১ জন, ডিমলা উপজেলায় ১১ জন, ডোমার উপজেলায় তিনজন, জলঢাকা উপজেলায় দুজন, সৈয়দপুর উপজেলায় একজন ও কিশোরগঞ্জ উপজেলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) যৌথবাহিনীর অভিযানে ২৯ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।