খুলনায় ডেঙ্গুতে আরো এক শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আট মাসের এক শিশু মারা গেছে।
গতকাল রোববার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শিশুটি গতকালই হাসপাতালে ভর্তি হয়েছিল।
শিশুটি যশোরের মনিরামপুর উপজেলার গোপালপুরের বাসিন্দা কামরুজ্জামানের ছেলে।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক শিবেন্দু মিস্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে মোট ১২ রোগীর মৃত্যু হলো।
এদিকে খুলনার সিভিল সার্জন আবদুর রাজ্জাক বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন ৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনায় এখন মোট ৯৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।