কাল থেকে যশোরে বিশেষ ইজতেমা

যশোরে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিনদিনের বিশেষ ইজতেমা। এ উপলক্ষে শহরের উপশহর মাঠ ও সংলগ্ন বাদশাহ ফয়সাল স্কুল মাঠ, উপশহর ঈদগাহ মাঠ, বিরামপুর স্কুল মাঠ ও সারথী টেক্সটাইল মাঠ ইজতেমা প্রস্তুত করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তিনদিনের এ ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশা করছেন।
ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক জাকির আহম্মেদ জানিয়েছেন, টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমায় লোক সমাগম বেড়ে যাওয়ায় ৩২ জেলার নিজ নিজ এলাকায় ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার যশোর জেলার ইজতেমা শুরু হচ্ছে। আখেরি মোনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১৪ নভেম্বর।
কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক হাজার স্বেচ্ছাসেবীর একটি দল গঠন করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর শাফিন মাহমুদ জানান, ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় ২০টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এসব পয়েন্টে দুই শতাধিক পুলিশ মোতায়েন থাকবে।
পুলিশের মোবাইল টিমের পাশাপাশি দায়িত্ব পালন করবে গোয়েন্দা পুলিশও। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে পুরো ইজতেমা এলাকায় ৯০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে।