মসজিদের পাশের খালে পড়ে ছিল লাশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় খাল থেকে এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের মানিক্যনগর গ্রামের রুহুল আমিন জামে মসজিদের পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে মানিক্যনগর গ্রামের রুহুল আমিন জামে মসজিদের পাশের একটি খালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশটি ফেলে রেখে চলে যায়। এরপরই লাশটি দেখার জন্য এলাকায় ভিড় করেন শত শত মানুষ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা জানা সম্ভব হয়নি। লাশের পরিচয় জানার পর এ ঘটনার রহস্য বের করা সহজ হবে বলে জানান ওসি আবদুস সামাদ।