শিশু বলাৎকারের মামলায় চার বছরের জেল

নীলফামারীতে পাঁচ বছরের এক ছেলেশিশুকে বলাৎকারের মামলায় মাজেদুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে ৩৭৭ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো চার মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোতাহারাত আখতার ভূঁইয়া এ রায় দেন। এই সময় আসামি মাজেদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোন্দরী মাঝাপাড়া গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামি মাজেদুল ইসলাম গ্রামের পাঁচ বছর বয়সী এক ছেলেকে বলাৎকার করে। এ ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে নীলফামারী থানায় মামলা করেন। পরে পুলিশ মাজেদুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
আদালতে মামলার সরকারি কৌঁসুলি এপিপি ফয়জুর রহমান জানান, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ আসামি মাজেদুল ইসলামকে চার বছরের সাজা দেন।