নীলফামারীতে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ উপজেলার দিনমজুর বিশাদু মাহমুদ (৪৫) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নীলফামারীর একটি আদালত। আজ বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম এ রায় দেন। রায়ে, অভিযুক্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের রণচণ্ডী বাজার গ্রামের রশিদুল ইসলাম চৌধুরী (৩০), একই গ্রামের শফি চৌধুরী (৫০) ও সাজু চৌধুরী (২২)।
অপরাধ প্রমাণিত না হওয়ায় একই মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এঁরা হলেন একই গ্রামের দবির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী চৌধুরী (৩৪) ও রোকনুজ্জামান চৌধুরী (৩০)।
জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিটর আজিুজুল ইসলাম প্রামাণিক এনটিভি অনলাইনকে মামলার বরাত দিয়ে জানান, রণচণ্ডী বাজার গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বিশাদু মাহমুদ একই গ্রামের শহির উদ্দিন চৌধুরীর কাছ থেকে ২২ শতক জমি বন্ধক নিয়ে ফসল আবাদ করতেন। বন্ধক নেওয়া ওই জমি ফসলসহ আসামিরা নিজেদের দাবি করে ২০০৮ সালের ১৪ মার্চ সকালে জোরপূর্বক দখল করতে যায়। এতে বাধা দিলে আসামিদের হামলায় নিহত হন বিশাদু মামুদ।
ঘটনার দিনই বিশাদুর স্ত্রী হালিমা বেগম পাঁচজনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।