ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লাভলু শেখের স্ত্রী দুই সন্তানের জননী রূপালী বেগমের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বোয়ালমারী থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন জানান, রূপালী বেগম বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিলে এ ঘটনা ঘটে বলে তাঁর পরিবার দাবি করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।