খুলনায় ডব্লিউবিএসটিসির ভুয়া কর্মকর্তা আটক

ওয়েস্ট বেঙ্গল পরিবহন করপোরেশনের (ডব্লিউবিএসটিসি) বর্ডার ইনচার্জ, ঢাকা-কলকাতার সড়ক ও পরিবহন কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন প্রেম নামের এক প্রতারককে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে নগরীর রূপসা সেতুর নিচ থেকে তাঁকে আটক করা হয়।
আটক সোহাগ হোসেন প্রেমের বাড়ি মেহেরপুর জেলা সদরের বোসপাড়া এলাকায়। তিনি খুলনা নগরীর লবণচরা এলাকার হবি মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, আটক সোহাগ হোসেন প্রেম নিজেকে ডব্লিউবিএসটিসি বাংলাদেশের বর্ডার ইনচার্জ, ঢাকা-কলকাতার সড়ক ও পরিবহন কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ওই সময় ডব্লিউবিএসটিসি ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার নামের সিল ও পাঁচটি জাল সনদ জব্দ করা হয়। তিনি এলাকায় জালিয়াত চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।
এ ব্যাপারে নগরীর লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।