খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় এস এম মহিদুল ইসলাম (২৭) নামের এক তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর সোনাডাঙ্গার মজিদ সরণির সুজুকি শো রুমের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মহিদুল বটিয়াঘাটার জলমার মো. শওকতের ছেলে এবং পেশায় ব্যবসায়ী। তিনি খুলনা মহানগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজের চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, সুজুকি শো রুমে মহিদুলসহ চারজন এসেছিলেন। তিনজন শো রুমের ভেতরে যান। মহিদুল বাইরে অবস্থান করছিলেন। এ সময় কে বা কারা এসে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। ভেতর থেকে তিনজন এসে মহিদুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ঘটনাস্থলেই মহিদুল মারা যান।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, পেটের বাঁ পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মহিদুল ঘটনাস্থানে মারা যান। মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। কে বা কারা এ হত্যার সাথে জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।