খুলনায় গুপ্তির আঘাতে যুবককে হত্যা

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুপ্তির আঘাতে সারজিল রহমান সংগ্রাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার
দুপুরে রূপসা উপজেলার বাগমারার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের হিমায়ন বরফ কলের কাছে এ ঘটনা ঘটে। নিহত সংগ্রাম চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কোম্পানি ব্রাইড সি ফুডসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাগমারা গ্রামের শেখ মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের অদূরে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কোম্পানি থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সংগ্রাম। এ সময় বরফকলের কাছে পৌঁছলে একদল দুর্বৃত্ত এসে তাঁকে গুপ্তি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘গুপ্তির আঘাতে সারজিল ইসলাম সংগ্রামের বুকের বামপাশে ফুটো হয়ে যায়। তবে বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কেউ আটকও হয়নি। কিছুদিন আগে একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান ওসি।