আশুলিয়া থেকে অপহৃত কলেজছাত্রকে কালিয়াকৈরে উদ্ধার

মুক্তিপণের দাবিতে আশুলিয়া থেকে অপহৃত গাইবান্ধার এক কলেজছাত্রকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে উপজেলার মৌচাক এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
কলেজছাত্র জাহাঙ্গীর আলম গাইবান্ধা সরকারি কলেজের অনার্স (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন-উল কাদির এনটিভিকে জানান, চাকরির সন্ধানে জাহাঙ্গীর কয়েকদিন আগে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় বোনের বাসায় আসেন। গতকাল বুধবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক যুবক জাহাঙ্গীরকে অপহরণ করে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার জঙ্গলে নিয়ে আটকে রাখে।
পরে অপহরণকারীরা জাহাঙ্গীরের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের চার হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ জাহাঙ্গীরের পরিবারের সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই জঙ্গলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীরকে আহত অবস্থায় ফেলে অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানান ওসি।