সিলেট সিটির মেয়রকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার সাকাল ১০টায় অপরিচিত দুটি মোবাইল নম্বর থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত নম্বরে ফোন দেওয়া হয়। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা অশ্লীল ভাষায় গালাগাল দিয়ে মেয়রকে প্রাণনাশের হুমকি দেয়। এতে মেয়রের দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটছে।
এ ঘটনায় মেয়র আরিফুল হক চৌধুরীর নিরাপত্তার কথা বিবেচনা করে আজ শনিবার দুপুরে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মেয়রের পক্ষ থেকে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব এই জিডি করেন। জিডিতে মেয়র আরিফুল হক চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি সহায়তার আবেদন করা হয়।