জামালপুরে চার ‘হিযবুত তাওহীদ সদস্য’ গ্রেপ্তার
জামালপুরে হিযবুত তাওহীদের সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে সে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জামালপুর সদর থানার পিঙ্গলহাটি গ্রাম থেকে এ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. তোফাজ্জল, মিকাইল হোসেন, সাজু আহম্মেদ ও ইসলামুল হক।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, গতকাল রাতে পিঙ্গলহাটি গ্রাম থেকে এ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা ও সদস্য সংগ্রহের চেষ্টা করছিলেন। তাঁদের আজ দুপুরে আদালতে তুলে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।