অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে সাত পুলিশ সদস্য বরখাস্ত

চাঁদাবাজির অভিযোগে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাত সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) কে এম হাসানুজ্জামান, শেখ সাইদুর রহমান ও গাজী সাজ্জাদুল ইসলাম এবং তিন কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, জামিউল হাসান ইমন ও জুয়েল শেখ।
খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি পুনরায় তদন্তের জন্য নতুন করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বিস্তারিত জানানো হবে।
একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের ওই সদস্যরা ডুমুরিয়ার চুকনগরে একটি মোটরসাইকেলের শো-রুমের মালিকের ছেলেকে পাশের পেট্রল পাম্প থেকে তুলে নিয়ে যায়। ক্রসফায়ার ও ইয়াবাসহ গ্রেপ্তারের ভয় দেখিয়ে চার লাখ ৪০ হাজার টাকা আদায় করেন। পরে আব্দুল্লাহ আল মামুনকে ছেড়ে দেন। আব্দুল্লাহর বাবা কামরুল ইসলাম লাবলু বিষয়টি পুলিশের রংপুর রেঞ্জের এক কর্মকর্তাকে জানান। রংপুরের সেই পুলিশ কর্মকর্তা পুরো ঘটনা খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শককে (ডিআইজি) জানান। ডিআইজি অফিসের নির্দেশে পুলিশ সুপার তদন্ত করে প্রাথমিক প্রমাণ পাওয়ায় সাময়িক বরখাস্ত করেছেন। আব্দুল্লাহর বাবা এরই মধ্যে খুলনা ডিআইজি অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন।