নেত্রকোনায় গারো ব্যাপটিস্ট কনভেনশনের গোল্ডেন জুবিলী উৎসব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/13/photo-1447435150.jpg)
নানা আয়োজনের মাধ্যমে ‘ভগ্নান্তঃকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই’ প্রতিপাদ্য বিষয়ে নেত্রকোনার বিরিশিরি গারো ব্যাপটিস্ট কনভেনশন ব্রডব্যাংকস ক্লিনিক ও নার্সিং হোমের গোল্ডেন জুবিলী উৎসব উদযাপিত হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার সকালে কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে উৎসব মঞ্চে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের শুভসূচনা করেন।
পরে উৎসব আয়োজন কমিটির সমন্বয়ক রেভারেন্ড লিটন ম্রংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক খান, রেভারেন্ড মনীন্দ্র নাথ মারাক, ক্ষুদ্র নৃ গোষ্ঠী নেতা রেমন্ড আরেং প্রমুখ।
সভায় বক্তারা ৭৫ বছর ধরে এলাকার অসহায় মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আসায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন।
১৯৪০ সালে গারোদের চিকিৎসা সেবা দিতে গারো ব্যাপটিস্ট কনভেনশন এই ব্রডব্যাংকস ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমটি প্রতিষ্ঠা করে। স্থানীয়ভাবে নার্সিং হোমটির খরচ মেটানো হয়ে আসছে।